ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার তৃপ্তি নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই পথ হারাল বাংলাদেশ দল। শেষের ভুলে সর্বনাশ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো হার দিয়ে।
অথচ বাংলাদেশের জিততে এক পর্যায়ে দরকার ছিল ১২ বলে ১৮ রান। সেই লক্ষ্যটাই এক পর্যায়ে দাঁড়ায় ৬ বলে ১৮ রান। তারপর আর কি সমীরকরণ মেলোনো যায়? ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকা শারমিন আক্তার সুপ্তা শেষ ওভারে পারলেন না দলকে জয়ের বন্দরে নিতে।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ১৭০ রানের টার্গেটে নেমে ৭ উইকেটে ১৫৭ রানে থেমে যায় বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল আইরিশ মেয়েরা।
জবাব দিতে নেমে বেশ ভালই লড়ছিল বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ১০৩ রান করেন দিলারা ও সোবহানা মুশতারি। কিন্তু বাকি ৮ ওভারে মাত্র ৫৪ রান তুলতে পারেনি টাইগ্রেসরা।
জয়ের দিন নিজেদের একটা রেকর্ড গড়ল আইরিশ নারী দল। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর এটিই। ২০২০ সালে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে নিউজিল্যান্ড তুলেছিল ১৮৯ রান।
হারের এই ধাক্কা সামলে ওঠার সুযোগ শনিবারই পাবে নিগার সুলতানা জ্যোতির দর। ওই দিনই সিলেটের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৬৯/৫ (হান্টার ১০, লুইস ৬০, প্রেন্ডারগাস্ট ১১, পল ৭৯*, ডেলানি ২, রেমন্ড-হোয়ি ০, ফোর্বস ০*; জাহানারা ৪-০-৩৫-১, ফারিহা ৪-০-৩২-১, জান্নাতুল ৪-০-৪০-১, নাহিদা ৪-০-২০-১, রিতু ৩-০-২৭-০, স্বর্ণা ১-০-১১-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৭/৭ (দিলারা ৪৯, সোবহানা ৪৬, নিগার ৪, শারমিন ২৩*, তাজ ১৯, স্বর্ণা ১, রিতু ০, জান্নাতুল ০, নাহিদা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-২৪-৩, ক্যানিং ২-০-২২-০, কেলি ৪-০-২২-৩, সারজেন্ট ২-০-২৬-০, ডেলানি ৪-০-৩৮-০, ম্যাগুয়েইর ৪-০-২৪-১)
ফল: আয়ারল্যান্ড ১২ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আয়ারল্যান্ড
ম্যাচসেরা: লিয়া পল
Discussion about this post