একই বছর একটি টুর্নামেন্ট দু’বার আয়োজনের নজীর নেই বললেই চলে। কিন্তু সেই পথেই হাটতে চাইছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এর পেছনে ফ্র্যাঞ্চাইজিটি প্রধান কারণ হিসেবে দেখিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতি। পাশাপাশি একই বছর দুইবার এই টুর্নামেন্টে খেলতেও আপত্তি রয়েছে দলটির।
এ ব্যাপারে প্রাইম ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা বিসিএলে অংশ নিচ্ছি না। এভাবে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের বলা হয়েছিল জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে। কিন্তু এখন শুনছি আফগানিস্তান সিরিজের জন্য তা সম্ভব না। সত্যি বলতে কী একটা টুর্নামেন্ট একই বছর দুইবার খেলাও ঠিক না।’
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এনিয়ে বলেন, ‘শুনেছি তারা লঙ্গার ভার্সন এ টুর্নামেন্ট বর্জন করবে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে খেলবে, না চাইলে খেলবে না। এখন আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব ২০ সেপ্টেম্বর থেকেই বিসিএল শুরু হবে কিনা।’
আগামী ২০ সেপ্টেম্বর বিসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে এই টুর্নামেন্টটি মাঠে না গড়ালে, জাতীয় লিগ শুরুর ভাবনা রয়েছে বিসিবির। আকরাম খান বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক খরচ করে টুর্নামেন্টে, তারা অবশ্যই চাইবে জাতীয় ক্রিকেটাররা খেলুক। এই মুহূর্তে তাই বিসিএল আয়োজন কঠিন। বিসিএল না হলে জাতীয় লিগ শুরু করব আমরা। সেপ্টেম্বরের ২৫ তারিখের দিকে সেটা হতে পারে।’
Discussion about this post