দুই দিনের ম্যাচটা যে ড্র হবে সেটা আগেই অনুমিত ছিল। তবে হাসি মুখে মাঠ ছাড়ার সুযোগ মিলল বিসিবি একাদশেরই। কেননা, ড্র ম্যাচে সৌম্য সরকারের দল ইংল্যান্ড একাদশকে অলআউট করার তৃপ্তি পেল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন রোববার বিসিবি একাদশ ২৯৪ রান তুলে। দিন শেষে বিনা উইকেটে ২ রান ছিল ইংল্যান্ডের। সোমবার ৭৮.২ ওভারে ২৫৬ রানেই সফরকারীদের অলআউট করে বিসিবি একাদশ।
ম্যাচে বেন ডাকেট (৬০) ও হাসিব হামিদ (৫৭) দারুণ ব্যাট করেছেন। সঙ্গে গ্যারি ব্যালান্স ৩৬, বেন স্টোকস ২৫ ও জো রুট করেন ২৪ রান।
অন্যদিকে বিসিবির হয়ে দুর্দান্ত বোলিং করেন তানভীর হায়দার। ৫৩ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন তিনি।
বলা দরকার দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি একাদশ ১ম ইনিংস: ২৯৪/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৮.২ ওভারে ২৫৬/১০ (হামিদ ৫৭, ডাকেট ৬০, রুট ২৪, বেয়ারস্টো ৬, বাটলার ৪, স্টোকস ২৫, ব্যালান্স ৩৬*, মঈন ১৫, আনসারি ১, ওকস ২৩, ব্যাটি ১; তাসকিন ১/৪৬, শুভাশীষ ১/২৬, আল আমিন ০/৮, এবাদত ০/৪২, তানভির ৪/৫৩, আবু হায়দার ০/৩৫, শান্ত ০/৭, মোসাদ্দেক ১/৩৮)।
ফল: ম্যাচ ড্র।
Discussion about this post