বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার ঝড়। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যেখানে সভাপতি পদে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তিনজন পরিচিত মুখ-জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার আগেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তাঁকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য অজ্ঞাতপরিচয় সূত্র থেকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি প্রকাশ্যে এনেছেন এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচন এবং বোর্ড সভাপতির নিয়মিত যাতায়াতের কারণে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য একজন সরকারি গানম্যান নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে সেখানে হুমকির কথা সরাসরি উল্লেখ না থাকলেও, পরে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজেই হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোন এসেছিল। আমাকে বলা হয়, ‘ইলেকশন না করলে হয় না? না করলে ভালো হয় আরকি।’ ব্যাপারটা ভয়ের, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে মে মাসে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেয় সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে।
বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেন, তার ভূমিকা হবে আংশিককালীন, অনেকটা টি-টোয়েন্টি ম্যাচের মতো সংক্ষিপ্ত মেয়াদে কাজ করা। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে তিনি জানান, বোর্ডের চলমান কাজ এগিয়ে নিতে এবারও সভাপতি পদে লড়াই করতে চান।
অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালও পরিচালক হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সভাপতি হওয়ার আগ্রহও জানিয়েছেন তিনি। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে। একই সঙ্গে সাবেক সভাপতি ফারুক আহমেদও আবার প্রার্থী হয়েছেন, ফলে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়েছে তিন পক্ষের লড়াইয়ে।
Discussion about this post