জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ শেষ হতে না হতেই নতুন চ্যালেঞ্জের জন্য মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ভাগের ক্রিকেটাররা, যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে লড়বে।
এই সিরিজ কাগজে কলমে ‘এ’ দল হলেও বাস্তবে জাতীয় দলেরই এক রূপ। স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, শরিফুল ইসলামদের মতো জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটার। এই সিরিজ তাই অনেকের জন্য জাতীয় দলে ফেরার মঞ্চ, আবার কারও জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ।
সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে সোহান-নাঈমরা সিলেটে পৌঁছান। পারভেজ ইমন, শামীম পাটোয়ারী, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ও তানভীর ইসলামসহ স্কোয়াডের বেশিরভাগ সদস্যই প্রথম ধাপে ভেন্যুতে চলে গেছেন। শিগগিরই বাকিরাও দলের সঙ্গে যোগ দেবেন।
নিউজিল্যান্ড ‘এ’ দল আজই বাংলাদেশে পৌঁছাবে। এরপর ৫ মে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭ ও ১০ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর শুরু হবে চারদিনের ম্যাচের লড়াই-প্রথমটি ১৪ মে সিলেটে, আর শেষটি মাঠে গড়াবে ২১ মে, ঢাকার মিরপুরে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post