এশিয়া কাপের আগে প্রায় এক সপ্তাহের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ করে আবারও মাঠে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৬ আগস্ট শুরু হওয়া ফিটনেস ক্যাম্প শেষ হয় বুধবার, একদিন বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে মিরপুরে শুরু হয় স্কিল অনুশীলন। এই সেশনে প্রথমবারের মতো ক্রিকেটাররা কাজ করেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে।
স্কিল অনুশীলনের ঢাকার ধাপ চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এরপর লিটন দাসের নেতৃত্বাধীন দল সিলেটে যাবে, যেখানে ২০ আগস্ট থেকে লাক্কাতুরায় শুরু হবে সিলেট পর্বের প্রস্তুতি। ফিটনেস ক্যাম্প চলাকালীন কোচিং স্টাফদের মধ্যে একমাত্র নাথান কেলি সরাসরি দায়িত্বে ছিলেন, বাকিরা ছুটিতে ছিলেন। প্রধান কোচ ফিল সিমন্স শুক্রবার ঢাকায় ফিরবেন এবং শনিবার থেকে সরাসরি অনুশীলনে যুক্ত হবেন।
মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতির শেষ ধাপ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। এরপরই দল যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে।
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর আবুধাবিতে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।
Discussion about this post