বুধবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের মুল পর্ব। প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-ভারত। মিরপুর শেরেবাংলায় লড়াই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে চলুন দেখে নেই এশিয়া কাপের কিছু পরিসংখ্যান।
১. এবার প্রথমবারের মত টি-টুয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে যাচ্ছে এশিয়া কাপ। মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও একই ফরম্যাটে হচ্ছে। ২০১৮ সালে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হবে ৫০ ওভারের সংস্করণে।
২. এশিয়া কাপ ১৯৮৪ সাল থেকে শুরু হয়ে দুই বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। এটি ১৩তম আসর।
৩. বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে।
৪. শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এশিয়া কাপের প্রতিটি আসরে অঙশ নিয়েছে। শ্রীলঙ্কা ও ভারত দুই দলই ৫ বার করে এশিয়া কাপ ট্রফি জিতেছে। ৬ বারের রানার্সআপও শ্রীলঙ্কা। পাকিস্তান দুইবার শিরোপা জিতেছে।
৫. বাংলাদেশের সেরা পারফরমেন্স এশিয়া কাপে ২০১২ সালে রানার্স-আপ।
৬. ২০১২ ও ২০১৪-এর পর এই নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে রেকর্ড ৫মবারের মত এশিয়া কাপ বসতে যাচ্ছে এই দেশে। এর আগে, ১৯৮৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের আয়োজন করেছিল টাইগাররা।
৬. সনাৎ জয়াসুরিয়া ১২২০ রান নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরই কুমার সাঙ্গাকারা (১০৭৫ রান) এবং ভারতের শচিন টেন্ডুলকার (৯৭১ রান)।
৭. প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া কাপে টানা ৪ ম্যাচে ফিফটি করার রেকর্ড গড়েন তামিম ইকবাল। ২০১২ সালের এই কীর্তি গড়েন তিনি।
৮. একজন বাংলাদেশী ক্রিকেটার এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। ২০১২ সালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে ফাইনালে তুলে এই কীর্তি গড়েন।
৯. মহেন্দ্র সিং ধোনি এশিয়া কাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন। ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হার আছে ধোনির অধিনায়কত্বে। শ্রীলঙ্কার কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচে জেতার কীর্তি রয়েছে তার। আরেকটি ম্যাচ জিতলেই এশিয়া কাপের সবচেয়ে সফল অধিনায়ক হবেন ধোনি।
১০. প্রথমবারের মত এশিয়া কাপে অংশগ্রহণ করেছে ওমান। তবে দলটি বাছাইপর্বের গণ্ডি পেরোতে পারেনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত ছাড়া হংকং ২০০৪ সালে, সংযুক্ত আরব আমিরাত ২০০৮ সালে ও ২০১৪ সালে আফগানিস্তান এশিয়া কাপে অংশ নিয়েছে।
১১. প্রথম টুর্নামেন্টের ৫টি দল প্রত্যেকেই খেলবে। পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে খেলবে। আর পয়েন্ট যদি সমান হয় সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি ফাইনালে খেলার সুযোগ পাবে।
১২. আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকার তার ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ বা ক্যারিয়ারের শততম সেঞ্চুরি করেছিলেন এই এশিয়া কাপেই। ২০১২ সালের এশিয়া কাপে শচিন বিরল এই রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই। যদিও সেই ম্যাচে টাইগারদের কাছে হেরে গিয়েছিল শচিনের ভারত।
১৩. এক ম্যাচে সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়া ম্যাচে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন।
Discussion about this post