টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য অারো একবার জানান দিল আফগানিস্তান। যুদ্ধের আঘাতে ক্ষত বিক্ষত দেশটি জানিয়ে দিল একদিন বিশ্বসেরাদেরও চ্যালেঞ্জ জানাবে তারা। এইতো শনিবার তারই এক ঝলক দেখিয়ে দিল আফগানিস্তান।
বিশ্বকাপ বাছাইপর্বে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ৫৯ রানে মূল পর্বে জায়গা করে নিল আফগানরা। এই জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত মূলপর্বে উঠল তারা।
ভারতের নাগপুরে শনিবার মুখোমুখি হয় আফগানিস্তান-জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ১২৭ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।
আফগানিস্তানের হয়ে রাশিদ খান ৪ ওভারে মাত্র ১১ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে সামিউল্লাহ ৩৭ বলে ৪৩ রান করেন। নবী ৪টি চার ও ২টি ছক্কায় করেছিলেন ৩২ বলে ৫২ রান করেন। জিম্বাবুয়ের হয়ে টিনাসো পানিয়াঙ্গারা নিয়েছেন ৩টি উইকেট।
এই জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে আফগানরা। ১৭ মার্চ কলকাতায় শ্রীলঙ্কার সঙ্গে লড়বে আফগানিস্তান।
Discussion about this post