ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ৩১০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ৫০ ওভারে ২৩০ রান করতে সক্ষম হয়। ফলে ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
আজ শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত জুটি দলকে বিপদমুক্ত করে।
এই দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৪৩ রান। মুমিনুল হক ৭৪ বলে ৮২ রান করেন (৭ চার, ৪ ছক্কা)। মিঠুন করেন ৮৬ বলে ৭১ রান। শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকত (২৩), মাহফুজুর রাব্বি (২৮) ও রাকিবুল হাসান (২২) গুরুত্বপূর্ণ রান যোগ করলে ৩১০ রানে পৌঁছে যায় আবাহনী। ব্রাদার্সের হয়ে আল আমিন ২ উইকেট নেন।
৩১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্রাদার্স। শুরুতেই ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। অধিনায়ক মাইশুকুর রহমান সর্বোচ্চ ৮৪ রান করেন। মিজানুর রহমান ৪৫ ও অলক কাপালি ৩৩ রান করেন। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রানের বেশি তুলতে পারেনি ব্রাদার্স।
আবাহনীর হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরব হোসেন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ৩১০/৮ (মুমিনুল ৮২, মিঠুন ৭১; আল আমিন ২/৪১)
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৩০/৭ (মাইশুক ৮৪, মিজান ৪৫; সৈকত ২/১২)
ফল: আবাহনী লিমিটেড ৮০ রানে জয়ী
ম্যাচসেরা: মুমিনুল হক
Discussion about this post