জয় ছাড়া অন্য কোন বিকল্পই যেন ছিল না প্রাইম দোলেশ্বরের। সেই লড়াইয়ে শুক্রবার তারা ৮ উইকেটে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জকে। সেঞ্চুরি করেছেন দলের মেহদি মারুফ। তবে শিরোপা জেতার স্বপ্ন শেষ আবাহনীর। নাটকীয় ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমি তাদের ১ উইকেটে হারাল। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ২০ রানে হারিয়ে শিরোপা জেতার পথটা প্রস্বস্ত করেছে প্রাইম ব্যাংক।
শিরোপা স্বপ্ন নিয়ে সুপার সিক্সের শেষ রাউন্ডে যাচ্ছে প্রাইম দোলেশ্বর। মেহেদি মারুফের অসাধারণ এক শতকে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
এ অবস্থায় সুপার লিগের এক রাউন্ড বাকী থাকতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। এরপরই ২২ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর। আবাহনীর ২০।
শুক্রবার ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নামে রূপগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়নরা ৯ উইকেট হারিয়ে তুলে ২২১ রান। নাজমুল ৫২ বলে ৪২। হাসান করেন ৫১ রান।
মেহদির শতরানে (১১৮) সেই লক্ষ্য ৩৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে পুরন করে দোলেশ্বর।
অন্যদিকে নাসির হোসেনের সেঞ্চুরির পরও আবাহনী হেরে গেল কলাবাগানের কাছে। মিরপুরে দু দলের লড়াই গড়ায় শেষ ওভারে। যেখানে ৬ বলে কলাবাগান ক্রিকেট একাডেমির দরকার ছিল ৫ রান। আবাহনীর ১ উইকেট। তাতেই বাজিমাত একাডেমির।
Discussion about this post