সিরিজের সপ্তম ওয়ানডে ম্যাচটিও জিতে নিল শ্রীলঙ্কা। তারা ৮৭ রানে সহজেই হারাল ইংল্যান্ডকে। তাতেই ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-২ ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা।
এই জয়ের নায়ক তিলকারত্মে দিলশান। ক্যারিয়ারের তিনশতম ওয়ানডে ম্যাচটা স্মরনীয় করে রাখলেন তিনি। ১২৪ বলে খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। আসলে ম্যাচটা ছিল তারই। পরে বল হাতে ৩৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকরা। তারা ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে তুলে নেয় ৩০২ রান।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৪৫.৫ ওভারে অলআউট ২১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০২/৬ (জয়াবর্ধনে ২৮, দিলশান ১০১, সাঙ্গাকারা ৩৩, চান্দিমাল ৫৫*, থিসারা ৫৪; মইন ২/৩৯)
ইংল্যান্ড: ৪৫.৫ ওভারে ২১৫/১০ (কুক ৩২, রুট ৮০, ওকস ৩৪; প্রসন্ন ৩/৩৫, দিলশান ৩/৩৭)
ফল: শ্রীলঙ্কা ৮৭ রানে জয়ী
ম্যাচ ও সিরিজসেরা: তিলকারত্নে দিলশান
সিরিজ: শ্রীলঙ্কা ৫-২ ব্যবধানে জয়ী
Discussion about this post