টানা ৫ ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। চেনা সেই পথ হারিয়ে ফেলেছে চ্যাম্পিয়নরা। বুধবার ফের হারল লিজেন্ডস অব রূপগঞ্জ। শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৫ রানে হারল তারা।
তবে এসব ছাপিয়ে এবারো অালোচনায় বাজে আম্পায়ারিং। রূপগঞ্জ এই বৈষম্যের শিকার হয়ে যেন হেরে গেল। ম্যাচে আম্পায়ারের বাজে সিদান্তের শিকার খোদ সাকিব আল হাসান। সেই সিদ্ধান্ত মনোঃপুত না হয়নি দেশসেরা তারকার। এ জন্য তাকে উল্টো দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে!
জিততে লিজেন্ডস অব রূপগঞ্জের চাই ২৪৪ রান। মনে হচ্ছিল লড়াইটা বেশ জমবে। কিন্তু শুরুতেই ফিরে গেলেন জুনায়েদ সিদ্দিকী। এরপর উইকেট পতন চলতেই থাকল। ইনফর্ম জহিরুল ইসলাম অমি এ ম্যাচেও রান পেলেন। তার ব্যাট থেকে এলো ৫৩। ৪০ রায়ানটেন ডোশেট। আর লিজেন্ডস অব রূপগঞ্জ ৩৯.১ ওভারে অলআউট হয়ে তুলল মাত্র ১৪৮ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে রেকর্ড হ্যাটট্রিক করা তাইজুলের স্পিন ঘুর্নিতেই শেষ রূপগঞ্জ। এই স্পিনার নিলেন ৩২ রানে ৪ উইকেট। শুভাগত হোম এবং ফরহাদ রেজা নেন দুটি করে উইকেট।
সাভারের বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের তিন নম্বর গ্রাউন্ডে বুধবার সকালে টস জিতে রূপগঞ্জ। তারা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক সিসিকে। তারা ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে তুলে ২৪৩ রান। শেষ দশ ওভারে তারা তুলে ৯৪ রান।
জাতীয় দলের ব্যস্ততা শেষে এই ম্যাচ দিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ফিরেছেন তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান আছেন রূপগঞ্জের একাদশে। ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। ৫৫ রানে রুবেল হোসেনের শিকার ২ উইকেট।
ম্যাচে অবশ্য নেই তামিম ইকবাল।
লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংক সিসির হয়ে শুভাগত হোম করেছেন ৪৬ রান। ৩৩ বলে ৪১ নুরুল হাসানের।
এ অবস্থায় ৮ ম্যাচ খেলে ৭ জয় নিয়ে শীর্ষে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৪। সমান ম্যাচ খেলে রূপগঞ্জের অর্জন ১০ পয়েন্ট।
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বুধবারের অন্য খেলায় জিতেছে প্রাইম দোলেশ্বর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১০৯ রানের বড় ব্যবধানে জিতেছে দোলেশ্বর।
মিরপুর শেরেবাংলায় শেখ জামালের বিপক্ষে ৮ রানে জিতেছে মোহামেডান।
Discussion about this post