দারুণ জমে উঠেছিল রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ ও কলাবাগান ক্রিকেট একাডেমির লড়াই। শেষ পর্যন্ত হেরে গেল চ্যাম্পিয়নরাই। ফেভারিটদের ৩ উইকেটে হারাল কলাবাগান ক্রিকেট একাডেমি।
তাতেই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৭ ম্যাচে পাঁচ জয়ে এখন কলাবাগান ক্রিকেট একাডেমি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। মোহামেডান, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পর রোববার লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। টানা দ্বিতীয় ম্যাচ হারল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে কলাবাগান ক্রিকেট একাডেমি। এরপর ব্যাট করতে নেমে রূপগঞ্জ ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ১৯৪ রান। জহুরুল ৫৮। এরপর কলাবাগান ক্রিকেট একাডেমির ১৩২ রানের ওপেনিং জুটিটা ভেঙ্গে দেয় লিজেন্ডসদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৯৪/১০, ৫০ ওভার (জহুরুল ৫৮, মোশাররফ ২৭, জায়েদি ৫৫; শরীফ ৪/৪৬, হালদার ৩/৩৫)।
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৯৫/৭, ৪৯.১ ওভার (ইরফান ৮০, ইমতিয়াজ ৬৪; শহীদ ২/৩১)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ শরীফ।
প্রাইম ব্যাংক শীর্ষে
রোববার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৮ উইকেটে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি। আর এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো তারা। সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে তারা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। তারা তুলে ২০৫ রান। এরপর ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল : ২০৫/১০, ৫০ ওভার (মাইশুকুর ৫০, তুষার ৪৯, আরাফাত সানি ৫০, সোহাগ গাজী ২৯; তাসকিন ৩/২৬, তাপস বৈশ্য ২/৪৩, এনামুল জুনিয়র ২/৪৬)।
প্রাইম ব্যাংক : ২০৬/২, ৪৭.৫ ওভার (সাদমান ৬৯, সৈকত ৬৮*, নুরুল হাসান ২৭*; ডাওসন ২/২৯)।
ফল : প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তাসকিন আহমেদ।
মোহামেডানের চতুর্থ হার
ফতুল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বর ৮ উইকেট হারিয়ে তুলে ২১৬ রান। জবাব দিতে নেমে মোহামেডান ১৮৪ রানে অলআউট।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২১৬/৮, ৫০ ওভার (মেহেদি মারুফ ৫৬, রনি ৩৪, মালান ৪৫, সানজামুল ২৭* রহমত শাহ ৩/৩৮)।
মোহামেডান : ১৮৪/১০, ৪৮.১ ওভার (মিঠুন ৪৮, আরিফুল ৩৭, রহমত শাহ ২২; মালান ৩/২২, দেলওয়ার ২/২৭, হাবিবুর ২/১৯)।
ফল : প্রাইম দোলেশ্বর ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা : দাউইদ মালান।
Discussion about this post