অবশেষে দুবাই টেস্টে পথ খুঁজে পেল পাকিস্তান। বৃহস্পতিবার চতুর্থ দিন ঘুরে দাঁড়াল তারা। সরফরাজ আহমেদ এবং দুই স্পিনার জুলফিকার বাবর ও ইয়াসির শাহ ম্যাচে ফেরালেন দলকে। সরফরাজের লড়াকু সেঞ্চুরিতে (১১২) পাকিস্তানের প্রথম ইনিংসে করে ৩৯৩ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১০ রানেই পিছিয়ে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪০৩/১০ ও ২য় ইনিংস : ১৬৭/৬ (টেলর ৭৭ ব্যাটিং, ম্যাককালাম ৪৫; জুলফিকার ৩/৬০, ইয়াসির ৩/৬৫)।
পাকিস্তান ১ম ইনিংস : ৩৯৩/১০ (সরফরাজ ১১২, ইউনুস ৭২, আজহার ৭৫, শফিক ৪৪; সাউদি ৩/৬৭, সোধি ২/৬৯)।
(৪র্থ দিন শেষে)
########################
দুবাইয়ে দাপট কিউইদের
দুবাই টেস্টে দাপটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বুধবার তৃতীয় দিন শেষে পাকিস্তান তাদের ১ম ইনিংসে রান ৬ উইকেটে ২৮১ রান। কিউইরা এখনো প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে আছে।
এদিকে আরো একটা সেঞ্চুরি পেয়ে যাচ্ছিলেন ইউনুস খান। ৭২ রানে আউট হয়ে যান তিনি। আজহার আলি ৭৫।
সিরিজে পাকিস্তান ১-০’তে এগিয়ে আছে।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪০৩/১০। পাকিস্তান ১ম ইনিংস : ২৮১/৬ (ইউনুস ৭২, আজহার ৭৫, শফিক ৪৪, মিসবাহ ২৮; সোধি ২/৬৫, সাউদি ১/৪১)।
* ৩য় দিন শেষে
##############
দ্বিতীয় দিনেও কিউইদের দাপট
আগের দিনের ধারাবাহিকতা ধরে রাখল নিউজিল্যান্ড। দুবাই টেস্টের দ্বিতীয় দিনেও দাপট তাদের। প্রথম ইনিংসে তারা তুলে ৪০৩ রান। এরপর মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৪ রানে পাকিস্তান হারাল ২ উইকেট। এখনও ১ম ইনিংসে ৩৬৯ রান এগিয়ে আছে তারা ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪০৩/১০ (লাথাম ১৩৭, ম্যাককালাম ৪৩, ক্রেগ ৪৩, ওয়াটলিং ৩৯, সোধি ৩২*, উইলিয়ামসন ৩২, টেলর ২৩, সাউদি ১৭, নিশাম ১৭; জুলফিকার ৪/১৩৭, ইয়াসির ২/৯২, আদিল ২/৭৩)।
পাকিস্তান ১ম ইনিংস : ৩৪/২ (মাসুদ ১৩, তৌফিক ১৬; ইউনুস ১ ব্যাটিং, আজহার ৪ ব্যাটিং; সোধি ১/১২, ক্রেগ ১/৮)।
* ২য় দিন শেষে
#######################
ঘুরে দাড়াল নিউজিল্যান্ড
আবুধাবি টেস্টে ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাড়াল নিউজিল্যান্ড। টম ল্যাথামের দারুণ এক সেঞ্চুরি সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কিউইদের করে দিয়েছে।
আলোর স্বল্পতায় ৩ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ হয়। তখন পাকিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে কিউইদের ১ম ইনিংসে রান ৩ উইকেটে ২৪৩। ল্যাথাম আছেন ১৩৭ রানে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
এর আগে সকালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংসে: ৮৭ ওভারে ২৪৩/৩ (ল্যাথাম ১৩৭*, ম্যাককালাম ৪৩, উইলিয়ামসন ৩২, টেলর ২৩, অ্যান্ডারসন ৭*; আদিল ১/৪৭, ইয়াসির ১/৫১, বাবর ১/৯২)।
Discussion about this post