মানজারুল ইসলাম রানা-নামটার সঙ্গে যেন দীর্ঘশ্বাস জড়িয়ে আছে। অমিত প্রতিভাবন এক ক্রিকেটার। যে কীনা হয়ে উঠেছিলেন জাতীয় দলের অপরিহার্য এক ক্রিকেটার। কিন্তু কী নিষ্টুর নিয়তি! মাত্র ২২ বছর বয়সেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে।
ইতিহাসে সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার যে তিনিই। সেই রানা ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।
তাইতো খুলনার কথা আসলেই চলে আসে রানা প্রসঙ্গ। আবু নাসের স্টেডিয়ামের একটা গ্যালারিরও তার নামে করা হয়েছে। খুলনায় খেলা হলেই অপেক্ষায় থাকেন রানার মা। তার ছেলেকে নিশ্চয়ই সবাই মনে করবে।
যেমনটা হয়েছিল দুই বছর আগে। এবারো তাই হলো। সবাই স্মরণে মানজার রানা।
এইতো রোববার অকাল প্রয়াত ক্রিকেটারের বাড়িতে গেলেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। যার প্রিয় শিষ্য ছিলেন সেই অলরাউন্ডার। তার সঙ্গে গেলেন দুই নির্বাচক হাবিবুল বাশার, ফারুক আহমেদ এবং মিনহাজুল আবেদিন নান্নু আর হোয়াটমোরের সহ ধারাভাস্যকার আতহার আলি। তারা মানজার রানার মা জামিলা খাতুনের সঙ্গে দেখা করেন। এরপর ঘুরে দেখে দুভার্গা ক্রিকেটারের যতো অর্জনগুুলো। খুলে বসেন রানার সঙ্গে স্মৃতির জমে থাকা স্মৃতির ঝাপি!
এভাবেই বারবার স্মরণে আসবেন ক্ষণজন্মা ক্রিকেটারটি।
Discussion about this post