পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এতদিন শুধুই ইনজামাম উল হকের দখলে। বুধবার সেই রেকর্ডে ভাগ বসালেন ইউনিস খান। দু’জনেরই এখন ২৫ টেস্ট সেঞ্চুরি। তবে টেস্ট খেলুড়ে সব দেশের বিরুদ্ধে সেঞ্চুরি পাওয়া একমাত্র পাকিস্তানি এখন ইউনিস। তার এমন রেকর্ড গড়ার দিনে মোটামুটি ভালই খেলল পাকিস্তান। দুবাই টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১৯ রান।
এর আগে বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে হারায় তারা। এরপর দিনের চতুর্থ ওভারে আউট আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ম্ত্র ৭ রানে ২ উইকেট শেষ!
এরপরই আজহার আলির সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন ইউনুস। আজহার করেন ৫৩। আর ইউনুসের ব্যাটে ১০৬ রান। দিনশেষে অপরাজিত ছিলেন অধিনায়ক মিসবাহ (৩৪) এবং আসাদ সফিক (৯)।
২২ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পেস বোলার মিশেল জনসন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংসে ২১৯/৪ (৯০ ওভার): আজহার আলী ৫৩, ইউনিস খান ১০৬, মিসবাহ ৩৪*, জনসন ৩/২২)।
Discussion about this post