সিরিজ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। এমন ‘ডু অর ডাই’ ম্যাচে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিকরা। জিম্বাবুয়ে ‘এ’ দলকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের ৬ উইকেটে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্যে এই জয়ের পর ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা এসেছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ‘এ’ দল। তারা ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৬৩ রান তুলে।
৭৪ রান করেন অধিনায়ক ভুসিমুজি সিবান্দা। সৌম্য সরকার ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। জুবায়ের হোসেন ২ উইকেট নেন ২৮ রান দিয়ে। ইলিয়াস সানির অর্জনও ২ উইকেট।
জবাব দিতে নেমে ভালই এগোচ্ছিল বাংলাদেশ। এক পর্যায়ে ৩১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে। এরপরই নেমে আসে বৃষ্টি! এরপর খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ১৫৮ রান। তাইতো আর ব্যাটিংয়ে নামতে হয়নি স্বাগতিকদের।
সৌম্য অপরাজিত থাকেন ৮৬ রানে। ম্যাচসেরা তিনিই। লিটন দাস করেন ২৯ রান।
বুধবার এই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এখানে যারা জিতবে সিরিজ তাদেরই। এর আগে ৪ দিনের ম্যাচের সিরিজ ২-০’তে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।
Discussion about this post