ক্রিকবিডি২৪ডট কম ডেস্ক
প্রথম ম্যাচটা জিততে জিততেও হেরে গিয়েছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ উইকেটে হারের সেই দুঃখ মিলিয়ে যাওয়ার আগেই ফের হারের ফাঁদে ভারত। মঙ্গলবার কিংসটনে ত্রিদেশীয় ক্রিকেটে তাদের বিপক্ষে ১৬১ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
রানের হিসেবে ভারতীয় ক্রিকেট দলের এটি সবচেয়ে বাজে হার। ২০০২ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ১৩৫ রানে হারের লজ্জায় ডুবেছিল তারা।
ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু মহেন্দ্র সিং ধোনির বদলে নেতৃত্ব থাকা বিরাট কোহলিকে স্বস্তি এনে দিতে পারেন নি তার বোলাররা। উপুল থারাঙ্কা এবং মাহেলা জয়াবর্ধানে অকার্যকর করে দেন ভারতের বোলিং আক্রমন। দুজনই তুলে নেন সেঞ্চুরি। এরমধ্যে থারাঙ্গা খেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে সেঞ্চুরিতে ১৭৪ রানে থাকেন অপরাজিত। যদিও ৯১ রানেই ফিরে যেতে পারতেন তিনি। কিন্তু তার তুলে দেওয়া সহজ ক্যাচ উমেশ যাদবের হাত ফস্কে যায়।
জয়াবর্ধানে তুলে নেন ১৬তম ওয়ানডে শতরান (১০৭)। ২৫ রানের সময় তার ক্যাচ ফেলেন মুরালি বিজয়। জীবন ফিরে পেয়ে দুবছর পর শতরানের দেখা পেলেন জয়াবর্ধানে। তাতেই ৫০ ওভারে শ্রীলঙ্কা গড়ে রানের পাহাড়, ৩৪৮ রান।
ওই রানের সামনে পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যায় ভারত। সেনানায়েকে, হেরাথ ও মালিঙ্গার বোলিং তোপে পড়ে মাত্র ১৮৭ রানেই তারা অলআউট। যা একটু লড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলা রবিন্দু জাদেজা। ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
বোনাস পয়েন্ট নিয়েই ত্রিদেশীয় ক্রিকেটের এই ম্যাচ ম্যাচ জিতে লঙ্কানরা।
ম্যাচ সেরা উপুল থারাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ১ উইকেটে ৩৪৮ (থারাঙ্গা ১৭৪*, জয়াবর্ধানে ১০৭, ম্যাথুজ ৪৪; অশ্বিন ১/৬৭)
ভারত: ৪৪.৫ ওভারে অলআউট ১৮৭ ( জাদেজা ৪৯*, রায়না ৩৩, বিজয় ৩০; মালিঙ্গা ২/৪০, হেরাথ ৩/৪৭, সেনানায়েকে ২/৪৬)
ফল: শ্রীলঙ্কা ১৬১ রানে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা
Discussion about this post