লড়াইটা ছিল দুই বান্ধবীর। কিন্তু পেশাদারি দুনিয়ায় বন্ধুত্বার সেই আবেগের জায়গা কোথায়? কেউ কাউকে ছাড় দিলেন না। আরেকটু সরাসরি বলা যায় একটু বেশিই আক্রমনাত্মক ছিলেন সেরেনা উইলিয়ামস। তাতেই বন্ধু ক্যারোলিন ওজনিয়াকিকে অনায়াসে হারিয়ে আরো একটা ইউএস ওপেনের সেরেনা উইলিয়ামস। এনিয়ে টানা তিনটি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
এটি তার ক্যারিয়ারের ৬ষ্ট ইউএস ওপেন শিরোপা।
রোববার নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে ওজনিয়াকিকে ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা। তার কাছে পাত্তা পেলেন না ডেনমার্কের সেই তারকা।
আর এভাবেই সেরেনা উঠে গেলেন আরো উচ্চতায়। এটি তার ক্যারিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম একক ট্রফি। তাতেই মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের পাশে চলে গেলেন ৩২ বছর বয়সী এই কিংবদন্তি।
সেরেনা নিজেও এখন সর্বকালের সেরাদের তালিকায় আছেন উপরের সারিতে। তবে এখানেই থামতে রাজী নন সেরেনা। বলছিলেন, ‘১৮ ট্রফিতে ক্ষুধা মিটবে না আমার।’
Discussion about this post