ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার অলিখিত ফাইনালে প্রোটিয়ারা ৬৩ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। কাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ৫০ ওভারে তারা তুলে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান। জেপি ডুমিনি ৫১।
জবাব দিতে নেমে ৪৭.২ ওভারে ২০৮ রান তুলে অলআউট জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর করেন ৭৯ রান।
৬ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
এইতো দিনকয়েক আগেই কলঙ্ক লেগেছিল তাদের গায়ে। অস্ট্রেলিয়া ৩১ বছর পর হেরেছিল জিম্বাবুয়ের কাছে। সেই হারের রেশ কাটিয়ে ত্রিদেশীয় ক্রিকেটে ফের জয়ের ধারায় অজিরা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৬২ রানে হারিয়ে তারা পেয়ে গেল ফাইনালের টিকিট।
৬ সেপ্টেম্বরের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অথবা জিম্বাবুয়ে। বুধবার জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ অলিখিত ফাইনাল। অজিদের প্রতিপক্ষ হতে হলে জিম্বাবুয়েকে এ ম্যাচ জিততেই হবে। শুধু জয় নয়, জয়ের ব্যবধানটা অনেক বড় হতে হবে। জয়ের সঙ্গে বোনাস পয়েন্টও পেতে হবে। তবেই অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে খেলবে তারা।
অন্যদিকে কোনরকমে জিতলেই ফাইনালে উঠে যাবে প্রোটিয়ারা।
মঙ্গলবার হারারেতে টস জিতে বোলিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ২৮২ রান তুলে তারা। জবাব দিতে নেমে ৪৪ ওভারে দক্ষিণ আফ্রিকার ২২০ রানে অল আউট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২৮২/৭, ৫০ ওভার (হিউজ ৮৫, স্মিথ ৩৬, বেইলি ৩৬, মার্শ ৮৬*; ফানগিসো ২/৩৯)।
দক্ষিণ আফ্রিকা : ২২০/১০, ৪৪ ওভার (ডু প্লেসিস ১২৬, ম্যাকলারেন ২৪; জনসন ২/৩০, ম্যাক্সওয়েল ২/২২, রিচার্ডসন ২/৩৮, মার্শ ২/২৩)।
ফল : অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী।
ম্যাচসেরা : মিচেল মার্শ।
Discussion about this post