গত ৬ আগষ্ট গর্বের সঙ্গে কেটেছিলেন কেক। ১০৩ নটআউট বলে কথা। কিন্তু ২৭ দিন পরই নরমান গর্ডন চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার ভোরে জোহানেসবার্গে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ পেসার।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি খেলেছেন মাত্র পাঁচটি টেস্ট। পেয়েছেন ২০ উইকেট। ১৯৩৮ সালে ক্যারিয়ার শুরু ২৭ বছর বয়সে। কিন্তু বিশ্ব যুদ্ধের কারনে ক্যারিয়ারটা দীর্ঘ হল না। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হয়। তখন ফেরার বয়সটাও শেষ।
১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ক্রিকেটের ইতিহাসের একমাত্র ‘টাইমলেস টেস্টে’। সেই টেস্টে খেলেছিলেন গর্ডন। সেই ম্যাচে মোট ৯৩ ওভার বোলিং করেছিলেন গর্ডন। ১৯১১ সালের ৬ আগস্ট জš§ নিয়েছেন গর্ডন। তিনিই ছিলেন জীবিত সবচেয়ে বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার। সেই ক্রিকেটারটিও মারা গেলেন।
গর্ডনের জীবনের ইনিংস ছিল ১০৩ বছর ২৭ দিন। তার আগে সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন এরিক টিনডেল। নিউজিল্যান্ডের সাবেক এ ক্রিকেটার বেঁচে ছিলেন ৯৯ বছর ২২৬ দিন। একটুর জন্য সেঞ্চুরি করা হয়নি তার।
Discussion about this post