ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা ভালই হল বাংলাদেশের। রোববার প্রস্তুতি ওয়ানডে ম্যাচে মুশফিকুর রহীমের দল ৯৫ রানে অনায়াসে হারিয়েছে গ্রেনাডাকে।
সবচেয়ে বড় স্বস্তির কথা-রানে ফিরেছেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম ও শামসুর রহমানের ব্যাটও কথা বলেছে।
রোববার সেন্ট অ্যান্ড্রুর প্রগ্রেস পার্কে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬ উইকেটে ৫০ ওভারে ৩২২ রান তুলে দল।
তামিমের ব্যাট থেকে আসে ৯১ রান। এজন্য ৮৬ বল খেলেন এই ওপেনার।
শামসুর রহমান করেন ৩২। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান করেন মাহমুদুল্লাহ। আর অধিনায়ক মুশফিক করেন ৪৪।
এরপর বল হাতে সফল বাংলাদেশের বোলাররা। গ্রেনাডাকে ৫০ ওভারে ২২৭ রানে আটকে রাখে তারা। তুলে নেয় ৯ উইকেট। মাশরাফি বিন মতুর্জা ৪৪ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন আল আমিন এবং আব্দুর রাজ্জাক।
২০ আগষ্ট শুরু হবে মুল লড়াই। সেদিন সিরিজের প্রথম ওয়ানডে’তে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২২ আগষ্ট দ্বিতীয় ওয়ানডে। ২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে।
Discussion about this post