দিনকয়েকের মধ্যেই বাংলাদেশে এসে কাজ শুরু করবেন সহকারী কোচ রুয়ান কালপাগে। কোরি রিচার্ডসের স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রীলঙ্কান এ সাবেক স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের সঙ্গে যাচ্ছেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর একজন মুখপাত্র।
এর আগে বাংলাদেশের ফিল্ডিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েই শ্রীলঙ্কার সহকারী কোচের পদ থেকে সরে দাড়ান তিনি। জাতীয় দলের হয়ে ১১ টেস্ট খেলে কালপাগে নিয়েছেন ১২ উইকেট। ৮৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার শিকার সংখ্যা ৭৩। অজন্তা মেন্ডিসদের সদ্য সাবেক কোচ এবার বাংলাদেশের স্পিনার সঙ্গে কাজ করবেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশে কাজ করার অনুমতি তিনি পেয়ে গেছেন।
শেন জার্গেনসন অধ্যায় শেষে এখন নতুন যুগে বাংলাদেশ ক্রিকেট। শ্রীলঙ্কার চন্দিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছে বিসিবি। এছাড়া যোগ দিলেন জিম্বাবুয়ের হিথ স্ট্রিক। তিনি বোলিং কোচ। মারিও ভিল্লাভারায়নকে ট্রেইনার হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড।
Discussion about this post