আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস। সেখানে এবারও থাকছে বাংলাদেশ ক্রিকেট দল। এইতো গতবারই তো স্বর্নপদক জিতেছিল দল। চীনের গুয়াংজুতে গত এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে ক্রিকেটে প্রথম সোনার পদক জিতে বাংলাদেশ।
পদক ধরে রাখতে এবারো শক্তিশালী দল নিয়ে গেমসে খেলতে যাবে বাংলাদেশ। মুশফিকুর রহীমরা জিম্বাবুয়ে সফর শেষে থেকে ফিরবে আগামী ২০ সেপ্টেম্বর। গেমস শুরু ১৯ সেপ্টেম্বর। যদিও গেমস ক্রিকেট শুরু হবে ৭ দিন পর।
তাইতো জাতীয় দলের ক্রিকেটার সমৃদ্ধ সেরা দল পাঠাতে সমস্যা হবে না। যদিও দক্ষিণ কোরিয়ার ইনচনে যাচ্ছেন না মুশফিকুর রহীম। এইতো ২৪ সেপ্টেম্বর বিয়ে করছেন বাংলাদেশ অধিনায়ক। তাইতো শোনা যাচ্ছে মাশরাফি বিন মর্তুজা হবেন অধিনায়ক। যদিও অফিসিয়ালি এখনো তার নাম ঘোষণা করা হয়নি।
বলা দরকার টি-টুয়েন্টি লড়াইয়ে নিস্পত্তি হয় এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্নপদকের লড়াই।
Discussion about this post