প্রত্যাশিত ঘঠনাই তাহলে ঘটতে যাচ্ছে। সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসানের শাস্তি কমছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তেমনই ইঙ্গিত দিলেন।
গত ৭ জুলাই সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। একইসঙ্গে আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় তারা। পরে এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন সাকিব।
শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে দেশ সেরা ক্রিকেটারকে এমন শাস্তি দেওয়ার পর সমালোচনার ঝড় বইয়ে গিয়েছিল। বোর্ড কর্তারা সেই পরিস্থিতি বুঝতে পেরেই শাস্তি কমাচ্ছেন সাকিবের। বিসিবি সভাপতি জানালেন- কয়েক দিনের মধ্যেই এই তারকা ক্রিকেটারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।
অবশ্য ঈদের আগেই সেটা জানিয়েছিলেন নাজমুল। মঙ্গলবার বললেন, ”৮ আগস্ট অথবা তার দুয়েক দিন পরে বোর্ড সভা হবে। সেখানে তার শাস্তি কমানোর বিষয়টি চূড়ান্ত করবো আমরা।”
তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখেই আগামী ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। এনিয়ে নাজমুল বলছিলেন, ”দেখুন এশিয়ান গেমস ও জিম্বাবুয়ে সিরিজে যেন সাকিব খেলতে পারে এ ব্যাপারে সেই সভায় আমরা সিদ্ধান্ত নিবো।”
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস।
Discussion about this post