ফের ওয়ানডে দলে ফিরলেন পেসার রুবেল হোসেন এবং উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ওয়েস্ট ইন্ডিজের সফরে ওয়ানডে দলে দেখা যাবে তাদের। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জাতীয় দল ঘোষণা করেছে।
তবে দলে নেই সাকিব আল হাসান। শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে এই অলরাউন্ডারকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাইরে রাখা হয়েছে।
২০, ২২ ও ২৫ আগষ্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে মুশফিকুর রহীমের দল।
বাংলাদেশ এই সফরে ক্যারিবীয়দের সঙ্গে দুটি টেস্ট এবং একটি টি-টুয়েন্টি মাচও খেলবে।
ওয়ানডে দল
মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটকিপার), তামিম ইকবাল, এনামুল হক, মমিনুল হক, শামসুর রহমান, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস এবং আল আমিন।
সিরিজের সূচি-
১৭ আগষ্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ আগষ্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা
২২ আগষ্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা
২৫ আগষ্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ আগষ্ট, একমাত্র টি-টোয়েন্টি, সেন্ট কিটস
৩০ আগষ্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে
৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
Discussion about this post