ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট থাকল গোলশুন্য। এরপর অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও গোলের দেখা মিলল না! কিন্তু ১১৩ মিনিটে দেখা মিলল মহা মুল্যবান সেই গোলের। বদলি হিসেবে খেলতে নামা মারিও গোয়েটজের গোল্ডেন গোল। আন্দ্রে শ্যুরেলের বাড়ানো ক্রস ধরে বল পাঠিয়ে দেন লিওনেল মেসিদের জালে। আর তাতেই মারাকানা স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাল জার্মানি। ২৪ বছর পর ফের বিশ্বসেরা তারা। এবারো সেই আর্জেন্টিনাকে হারিয়েই ট্রফি জিতল জার্মানরা।
এনিয়ে চতুর্থবারের বিশ্ব চ্যাম্পিয়ন হল ইউরোপের এই দেশটি। আর লাতিন আমেরিকা থেকে এই প্রথম কোন ইউরোপিয়ান দেশ ট্রফি জিতল।
ডিয়েগো ম্যারাডোনার পর ফের লিওনেল মেসিকে ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের স্মৃতি ফিরে এসেছিল। সেবার ম্যারাডোনা এবার মেসি। কিন্তু হল না। চোখের জলেই বিশ্বকাপ শেষ হল ক্ষুদে জাদুকরের। ১৯৯০ সালের মতো এবারো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্টাইনদের। কান্নাই সঙ্গী হল লাতিন আমেরিকার এই দেশটির।
তবে স্বান্তনা এটাই ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার হলেন মেসি। আর সেরা গোলকিপার জার্মানির ম্যানুয়েল নয়ার। গোল্ডেন বুট কলম্বিয়ার জেমস রদ্রিগুয়েজ। ৬ গোল করেছেন তিনি।
ফাইনালের নির্ধারিত সময়ে গোল না হলেও একাধিক সুযোগ হাতছাড়া করেছেন দু’দলই। সেই আক্ষেপ জার্মানিকে নয়, আর্জেন্টাইনদের পোড়াবে আজীবন। গনজালো হিগুয়েন জার্মানির জালে বল পাঠালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। একাধিক গোলের সুযোগ তিনি মিস করেছেন। সুযোগ হাতছাড়া করেন মেসিও। আবার আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে রক্ষা করেছেন গোলকিপার সার্জিও রোমেরো।
সেমিফাইনালে জার্মানরা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিলকে। রোববার সেই দাপট অবশ্য ছিল না। তবে শেষ হাসি ঠিকই তাদের। আগামী ৪ বছরের বিশ্বসেরা তারাই!
শেষ হল ৩১ দিনের ৬৪ ম্যাচের বিশ্বসেরার লড়াই। গুডবাই ব্রাজিল, ২০১৮ সালে দেখা হবে রাশিয়ায়।
Discussion about this post