আক্রমনে ঠিকই এগিয়েছিল জার্মানি। কিন্তু গোলের দেখা নেই। থাকবেই বা কী করে, গোলপোস্টের নীচে যে প্রাচীর তুলে দাড়িয়েছিলেন আলজেরিয়ান গোলকিপার রাইস বোলহি। ৯০ মিনিটের খেলা গোলশুন্য! নজর কাড়লেন রাইস।
খেলা গড়াল অতিরিক্ত সময়ে। এবার অবশ্য খুলে গেল আলজেরিয়ার গোলমুখ। তাতেই ২-১ গোলের জয় দিয়ে জার্মানি উঠে গেল ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
শুক্রবার রিও ডি জেনিরোতে কোয়ার্টার ফাইনালে জার্মানি লড়বে ফ্রান্সের সঙ্গে। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই!
পোর্তো আলেগ্রেতে সোমবার অবশ্য আলেজরিয়াই প্রথম বল পাঠিয়েছিল ফরাসিদের জালে। ফাওজি গোলামের ভাসানো ক্রসে ইসলাম স্লিমানির হেড। বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধ সমান তালে খেললেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থেকেছে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠা দলটি।
এরপর অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই গোল খেয়ে বসে।
৯২ মিনিটে আন্দ্রে শুরেল এগিয়ে দেন জার্মানদের। এরপর ১১৯ মিনিটে মেসুত ওজিল ব্যবধানটা দ্বিগুন করেন। তবে আব্দেলমুমেন জাবুর এরপর ব্যবধান কমিয়ে আনেন (১-২)।
শেষ রক্ষা হয়নি। এই ব্যবধানেই শেষ হয় অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। আর বিদায় নিল চমক জাগানো আফ্রিকান দল আলজেরিয়া।
Discussion about this post