সুইজারল্যান্ডকে ৫-২ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠা প্রায় নিশ্চিত করল ফ্রান্স। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছিল ফরাসিরা।
২ ম্যাচ শেষে ‘ই’ গ্রুপের শীর্ষে থাকা ফরাসিদের পয়েন্ট ৬। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড।
শুক্রবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় অলিভিয়ে জিরুদদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। বিশ্বকাপে ফ্রান্সের এটি শততম গোল। মিনিট না ঘুরতেই ব্যবধান দ্বিগুন করেন ২-০ করেন ব্লেইজ মাতুউদি।
প্রথমার্ধের বিরতির পর মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনা আরো এগিয়ে দেন ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের। পরে সেই গোল উৎসবে সামিল হন করিম বেনজেমা এবং মুসা সিসোকো।
বেনজেমার এই বিশ্বকাপে এটি তৃতীয় গোল।
Discussion about this post