জয়ের পথটা তৈরিই ছিল। বুধবার বাকী কাজটুকুও সেরে নিল নিউজিল্যান্ড। ৪ দিনেই জ্যামাইকা টেস্ট জিতেছে সফরকারীরা। স্বাগতিকদের প্রথম টেস্টে ১৮৬ রানে হারিয়েছে তারা। তাতেই ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
এই জয়ে অনেক দিনের অপুর্নতা দুর হল নিউজিল্যান্ডের। ২০০২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড।
সোমবার থেকে পোর্ট অব স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৫০৮/৭ ডিক্লে. (উইলিয়ামসন ১১৩, নিশাম ১০৭; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫) ও ২য় ইনিংসে ১৫৬/৮ ডিক্লে. (ল্যাথাম ৭৩, ম্যাককালাম ১৭, নিশাম ২০, ওয়াটলিং ২২*; টেলর ৩/২৮, রোচ ২/১২)
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ২৬২/১০ (চন্দরপল ৮৪, গেইল ৬৪; সাউদি ৪/১৯, ক্রেইগ ৪/৯১) ও ২য় ইনিংসে ২১৬/১০ (চন্দরপল ২৪, রামদিন ৩৪, শিলংফোর্ড ৫৩*; ক্রেইগ ৪/৯৭, সোধি ৩/৪২)
ফল: নিউজিল্যান্ড ১৮৬ রানে জয়ী
ম্যাচসেরা: মার্ক ক্রেইগ
############################
জয়ের পথে নিউজিল্যান্ড
প্রথম টেস্টের ড্রাইভিং সিটে এখন নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে ফের ব্যাট করতে নেমেছে তারা। মঙ্গলবার তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে রেখে তারা এগিয়ে ২৬০ রানে। এর অর্থ জয়ের পথটা বেশ প্রস্বস্ত করে নিয়েছে তারা।
জ্যামাইকা টেস্টে নিউজিল্যান্ডের ৫০৮ রানের প্রথম ইনিংসের জবাবে মাত্র ২৬২ রানে অলআউট স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গেইল করেছেন ৬৪। শিবনারায়ন চন্দরপল অপরাজিত ৮৪।
কিন্তু ২৪৬ রানের লিড পেলেও ক্যারিবিয়দের ফলোঅন করায়নি কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৫০৮/৭ ডিক্লে.(উইলিয়ামসন ১১৩, নিশাম ১০৭; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫) ও ২য় ইনিংসে ১৪/২ (ফুলটন ০, ল্যাথাম ৮*, সোধি ৪*; টেইলর ১/৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ২৬২/১০ (গেইল ৬৪, পাওয়েল ২৮, চন্দরপল ৮৪*, রামদিন ৩৯, বেন ১৭, শিলিংফোর্ড ১৪; সাউদি ৪/১৯, ক্রেইগ ৪/৯১)
Discussion about this post