খোঁড়ার আগেই তো বেরিয়ে এসেছে কেঁচো। আশরাফুল নিজেই স্বীকার করেছেন তিনি বিপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন। কেঁচোর সঙ্গে কি তাহলে এবার সাপও বেরিয়ে আসছে?
ফাইল ছবি
পঞ্চমবারের মতো ঢাকায় আকসুর দল আসায় এ প্রশ্ন আরও গাঢ় হয়েছে। যার সঠিক উত্তর অবশ্য দিতে পারছেন না বিসিবির কেউ।
‘স্বাধীনভাবে তদন্ত করছে আকসু। তাদের এ তদন্তে বিসিবির কোনো হস্তক্ষেপ নেই। তাদের সে তদন্তের স্বার্থেই হয়তো ফের ঢাকায় এসেছে আকসুর দল। তবে তদন্ত শেষ হয়েছে কি-না, তা এখনও আমাদের জানা নেই। তাদের সে রিপোর্টের অপেক্ষা করা ছাড়াও বিসিবির কিছু করার নেই।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের কথাতেও তদন্ত দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে।
বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, আকসুর দল এবার এসেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কিছু কর্মকর্তার ফোন কললিস্ট চেক করতে। সে সঙ্গে তারা গ্ল্যাডিয়েটরসের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং ম্যানেজার সানোয়ার হোসেনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে। জাতীয় দলের সাবেক এ দুই ক্রিকেটারের সঙ্গে আকসু কথা বলতে চায়।
-ক্রীড়া প্রতিবেদক
Discussion about this post