এবার আফগানিস্তানের কাছেও হারল বাংলাদেশ। এই হার গতবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ করে দিল মুশফিকুর রহীমদের। শনিবার ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ৩২ রানের স্মরনীয় এক জয় তুলে নিয়েছে আফগানরা। টেস্ট মর্যাদা পাওয়ার পর নিজ দেশে এই প্রথম সহযোগী কোনো দেশের কাছে হারল বাংলাদেশ। হারের বৃত্তে বন্ধী হয়ে আছে টাইগাররা!
ম্যাচে আফগানিস্তান টস হেরে ব্যাট করতে নেমে তুলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান। জবাবে বাংলাদেশ ৪৭.৫ ওভারে অলআউট হয়ে তুলে ২২২ রান। মমিনুলের ব্যাট থেকে আসে ৫০। নাসির হোসেন এবং জিয়াউর রহমান দুজনই করেন ৪১ রান।
অথচ ৯০ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌছে গিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে সেই খাদের কিনারা থেকে দলকে ‘উদ্ধার’ করে আনেন দুই ব্যাটসম্যান। এই দুই আফগানি ব্যাটসম্যান হলেন আসগর স্টানিকজাই ও সামিউল্লাহ শেনওয়ারি। শনিবার দুজনেই হাফসেঞ্চুরি করেন। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজনের ১৬৪ রানের ওপর ভর করে আফগানিস্তান ২৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায়। কোন সন্দেহ নেই ফতুল্লার স্লো উইকেটে এই রান আফগান বোলারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
এদিকে জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই চাপে পড়েছে দল।
দল বিপদে পড়লে কিভাবে উদ্ধারকাজ চালাতে হয়- ব্যাটিংয়ে সেই উদাহরনই রেখে গেলেন শেনয়ারি আসগর। দুজনে ২৩ ওভার একসঙ্গে উইকেটে ছিলেন। রান জুড়েছেন ১৬৪। পরিস্থিতি বুঝে পুরোটা সময় দারুণ দক্ষতার সঙ্গে ব্যাট করেন এই দুই আফগান ব্যাটসম্যান। যখন প্রয়োজন ছিল তখন ডিফেন্স করেছেন। আর যখন মারকাটারি ব্যাটিংয়ের দরকার তখন সেটাই পুরন করেছেন।
এখন পর্যন্ত এবারের এশিয়া কাপের সেরা ব্যাটিং জুটির প্রদর্শনীতে নাম্বার ওয়ান হওয়ার মর্যাদা পাচ্ছে শেনওয়ারি ও আসগরের এই ১৬৪ রানের জুটি।
শনিবার ফতুল্লায় টসে জিতে দল। শঙ্কা কাটিয়ে মাঠে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন এই ম্যাচে।
বাড়তি স্পিনার নিয়ে এই ম্যাচে খেলল বাংলাদেশ। সোহাগ গাজী, আব্দুর রাজ্জাকের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে ছিলেন আরাফাত সানি। পেসার আল আমিনের জায়গায় খেললেন স্পিনার সানি। পেসার হিসেবে রুবেল হোসেনের সঙ্গী থাকলেন জিয়াউর রহমান।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরেছিল ৬ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২৫৪/৬ (৫০ ওভারে, শেনওয়ারি ৮১, আসগর ৯০, আরাফাত সানি ২/৪৪, মমিনুল ১/৩৮)।
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২২২/১০ (এনামুল ১, শামসুর ০, মুমিনুল ৫০, মুশফিক ২৩, নাসির ৪১, নাঈম ৩৫, জিয়া ৪১, রাজ্জাক ০, সানি ০, রুবেল ১৭, সোহাগ ২; নবী ৩/৪৪, হাসান ২/২৬, শাপুর ২/৩৯)
ফল: আফগানিস্তান ৩২ রানে জয়ী
Discussion about this post