কুমার সাঙ্গাকারার অসাধারণ ব্যাটিংয়ে এশিয়া কাপ ক্রিকেটে শুক্রবার ভারতের বিপক্ষে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২ রানের জিতেছিল তারা।
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর এশিয়া কাপে ফের মাঠে নামে ভারত। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৬৪ রান।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। শিখর ধাওয়ান করেন ৯৪ রান। ৪৮ রান আসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলির ব্যাট থেকে। অজন্তা মেন্ডিস ৬০ রান দিয়ে নেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের গল্পের প্রায় পুরোটা জুড়েই সাঙ্গাকারা। চাপের মুখে দাড়িয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান খেলেছেন স্মরনীয় এক ইনিংস। ১০৩ রান করে সাজঘরে ফিরেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৮তম শতরান। আরেক লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা করেন ৬৪ রান। শেষপর্যন্ত ৪৯.২ ওভারে মাত্র ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
মোহাম্মদ সামি এবং রবিন্দু জাদেজা নেন ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ২৬৪/৯ (ধাওয়ান ৯৪, কোহলি ৪৮, রাহানে ২২, জাদেজা ২২; অজন্তা ৪/৬০, সেনানায়েকে ৩/৪১)
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৬৫/৮ (কৌশল ৬৪, থিরিমান্নে ৩৮, সাঙ্গাকারা ১০৩; জাদেজা ৩/৩০, সামি ৩/৮১, )
ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা।
Discussion about this post