বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)ম্যাচ পাতানো নিয়ে শুনানির আংশিক রায় ঘোষণা করা হল বুধবার। রায়ে নির্দোষ প্রমাণিত হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, মোশাররফ হোসেন রুবেল, মাহবুল আলম রবিন, কর্মকর্তা সেলিম চৌধুরী, গওহর রাওয়াত এবং ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্মিথ।
তবে দোষী প্রমাণিত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল এবং শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চির ব্যাপারে এখনো রায় জানায়নি ট্রাইব্যুনাল।
এইতো গতবছরের আগস্ট থেকে ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ছিলেন মোশাররফ এবং মাহবুবুল। ট্রাইব্যুনাল জানিয়ে দিল তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। কেননা, তারা নির্দোষ।
গতবছরের ১৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি।
অভিযুক্তরা বিপিএলের দল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত।
এদিকে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ে হতাশ হয়েছে বিসিবি ও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। রায়ের বিস্তারিত পেলেই তারা অফিসিয়াল মন্তব্য করবে।
Discussion about this post