‘এখন যে পরিস্থিতি আমি কিছুই জানিনা ঘটনার বিবরণ। বিষয়টি এখন তদন্তের মধ্যেই রয়েছে। তাই আমি মন্তব্য করতে চাইছি না।’ আশরাফুলকে নিয়ে জতীয় দলের কোছ শেন জার্গেনসন এভাবেই নিজের আবস্থান তুলে ধরলেন। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন কোচ। গতকাল মিরপুরে বিসিবির অফিসে সংবাদিকদের মুখোমুখি হতে হয় আশরাফুলের ফিক্সিং কেলেঙ্কারির বিষয় নিয়েই। কিন্তু অন্য সবার মতোই তিনি মুখ খুলতে নারাজ। কিন্তু আশরাফুলকে হারালে বাংলাদেশে ব্যাটিংয়ে বিশাল আর অপূরণীয় ক্ষতি তাও বলতে ভুল করেননি। তিনি বলেন, ‘আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে তা জানি না। তবু বলছি, যদি আশরাফুল ব্যান্ড হয় তাহলে আমাদের ব্যাটিংয়ে বিশাল ক্ষতি হয়ে যাবে। এটাই বলতে চাইছি যে আমি জানি না তদন্ত কোন দিকে যাচ্ছে তবে তাকে ব্যান্ড করা হলে তাকে ও তার ব্যটিংটা আমি মিস করবো।’
আশরফুলকে নিয়ে জাতীয় দলের প্রধান কোচ আর কোন কথা বাড়াতে চাইলেন না। এছাড়াও আশরাফুল নিজের অপরাধ স্বীকার করে নেয়ায় বিসিবি তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে রেখেছে। তাই ১৩ই জুন থেকে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পে আশরাফুল থাকছেনই না। অন্যদিকে কাচ ছুটি কাটিয়ে বাংলাদেশে দেশে ফেরা প্রধান কোচ আশরাফুলকে আর কথা বলতে চাইলেন না। তার কাছে এসময় মুখ্য বিষয় হলো কন্ডিশনিং ক্যাম্প। তিনি বলেন, এখন আমাদের ক্যাম্পের দিকেই দৃষ্টি দেয়া উচিত। কারণ, এখনই সঠিক সময় ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নের। দলে কিছু ইনজুরি আছে সেই সমস্যাগুলো থেকেও বের হতে হবে। এছাড়াও ক্রিকেটারা কতটা সক্ষমতায় আছে ও তাদের স্কিলের কি অবস্থা তাও জানতে হবে। আমাদের সামনে এখন অনেক লম্বা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সিজন। তাই সেদিকেই আমাদের মনোযোগ দেয়া উচিত।’
তবে ঘুরে ফিরে আশরাফুল আর ফিক্সিং প্রসঙ্গ যেন তার পিছুই ছাড়ছিল না। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের ফিক্সিং নিয়েও প্রশ্ন উঠেছে। সেই ম্যাচেও কোন ছিলেন শেন জার্গেনসন। তাকে সে বিষয়টি মনে করিয়ে দেয়া হলো। তিনিও নাছোড়বান্দা কিছু না বলার বিষয়ে। তিনি বলেন, ‘এটা সবার জন্য অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু বিষয়টি তদন্তে রয়েছে আমি এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’ এছাড়াও তিনি আবারও বলেন এখন আমাদের ক্রিকেটারদের ফিটনেস নিয়েই ভাবার সময়। আর দিয়ে ক্রিকেটকে এখন এগিয়ে নিতে চাই।’
-স্পোর্টস রিপোর্টার:
Discussion about this post