২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। কিন্তু বাংলাদেশে হতে যাওয়া সেই টুর্নামেন্টে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে।
ইনজুরি আপাতত ঢাকায় আসতে দিচ্ছে না তাকে। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে বাম পায়ের পেশিতে টান পড়েছিল। সেই ধাক্কা সামলে উঠা হয়নি। তাইতো এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
তার এই অনুপস্থিতি নতুন গুঞ্জন ছড়াচ্ছে এখন। ভারতীয় একটি টিভি চ্যানেল ধোনির নাম আইপিএলের ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপরই বৃহস্পতিবার রাতে বিসিসিআই জানায় ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না ধোনি।
এদিকে গত তিন বছর ধরে বিদেশের মাটিতে টেস্টে ভারতের টানা ব্যর্থতার জন্য ধোনি এবং কোচ ডানকান ফ্লেচারকে জবাবদিহির জন্য বিসিসিআইতে ডাকা হবে। এশিয়া কাপ না খেললেও বাংলাদেশে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি। তবে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও সাধারণ ক্রিকেটামোদীদের সমালোচনা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত আস্থা রাখছে কোচ ও অধিনায়কের ওপর ।
Discussion about this post