জেতা ম্যাচটা যেন হেরে গেল বাংলাদেশ। ৩ উইকেটে ১১৪। মনে হচ্ছিল বুঝি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অনায়াস জয় পেতে যাচ্ছে মুশফিকুর রহীমের দল। কিন্তু এরপর ব্যাটসম্যানরা দ্বায়িত্ব নিয়ে খেলতে পারলেন না। তাতে যা হওয়ার তাই হল। দল অলআউট ১৬৭ রানে। প্রথমে একের পর এক ক্যাচ ড্রপ, এরপর বাজে ব্যাটিং! শ্রীলঙ্কা তুলে নিল ১৩ রানের দারুণ এক জয়।
১-০’তে সিরিজে এগিয়ে গেল তারা।
বাংলাদেশের শামসুর রহমান শুভ করেছেন ৬২ রান। মমিনুল হক ৪৪।
এর আগে মহা বিপর্যয়ে ছিল শ্রীলঙ্কা। মাত্র ৬৭ রানেই বাংলাদেশের বোলাররা তুলে নিয়েছিলেন ৮ উইকেট। মনে হচ্ছিল একশ’র আগেই বুঝি অলআউট হয়ে যাবে লঙ্কানরা। কিন্তু ক্যাচ ড্রপের মহড়া দিলেন বাংলাদেশের ফিল্ডাররা। তাইতো ৪০ ওভারে অলআউট হয়ে তারা তুলল ১৮০ রান।
শ্রীলঙ্কার নবম উইকেট জুটিতে থিসারা পেরেরা এবং সাচিত্রা সেনানায়েকে যোগ করেন ৮২ রান। সেনানায়েকে ৩০ রান করে ফিরে গেলেও থিসারা অপরাজিত থাকেন ৮০ রানে।
ওপেনার তিলকারত্মে দিলশানকে (৩) সাজঘরের পথ দেখালেন রুবেল হোসেন। এরপর কুশল পেরেরার (২০) উইকেটও তুলে নেন তিনি। আল আমিন ফেরান কুমার সাঙ্গাকারাকে। এরপর সাকিব আল হাসান ফেরান আসান প্রিয়াঞ্জনকে (৬)। এরপর একের পর এক উইকেট হারায় লঙ্কানরা।
সিরিজের এই প্রথম ওয়ানডেতে খেলছেন না তামিম ইকবাল ও মাশরাফি।
সোমবার বৃস্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াইঘন্টা পরে এই ম্যাচ শুরু হচ্ছে। ম্যাচের ওভারও কমিয়ে আনা হয়। ৫০ ওভারের বদলে এই ম্যাচে উভয় দল ৪৩ ওভার করে খেলে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বোলিং বেছে নেন।
ঘাড়ের চোটের কারনে একাদশে ছিলেন না তামিম ইকবাল। বোলিং আক্রমনে বাড়তি স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার আরাফাত সানি এবং আল আমিনের ওয়ানডে অভিষেক হল এই ম্যাচে। সিরিজের পরের দুই ওয়ানডে ২০ ও ২২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ একাদশ: শামসুর, এনামুল, মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব, নাসির, সোহাগ গাজী, আল আমিন, আরাফাত সানি ও রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৪০ ওভারে ১৮০/১০ (কৌশল ২০, থিসারা ৮০*, সেনানায়েকে ৩০; সাকিব ২/২৯, সানি ২/৩১, রুবেল ২/৩৭, সোহাগ ১/২২, আল-আমিন ১/৩৪)।
বাংলাদেশ: ৩৯.২ ওভারে ১৬৭/১০ (শামসুর ৬২, মুমিনুল ৪৪, মুশফিক ২৭, সাকিব ৩, নাসির ৮, সোহাগ ৬, সানি ৫, রুবেল ৪, আল-আমিন ২*; ম্যাথুস ৩/২১)।
ফল: শ্রীলঙ্কা ১৩ রানে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা।
Discussion about this post