চট্টগ্রামে আজ সিরিজের ভাগ্য নির্ধারণে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ, তাই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের এই শেষ ম্যাচটিই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। একই সঙ্গে এটি বাংলাদেশের চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ, ফলে জয় দিয়ে বছর শেষ করার তাগিদও রয়েছে লিটন দাসের দলের সামনে।
টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে টি–টোয়েন্টি সিরিজে নামলেও প্রথম ম্যাচেই ব্যর্থতা দেখে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৩৯ রানে হেরে পিছিয়েও পড়ে লিটনরা। তবে দ্বিতীয় ম্যাচে দলের চরিত্রের প্রমাণ দেয় টাইগাররা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম দ্রুত আউট হলেও লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাটে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ইমনের সঙ্গে ৬০ এবং সাইফের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন লিটন দাস। ফিফটি তুলে ৫৭ রানে আউট হওয়ার পরই খাদের কিনারায় পড়ে দল। ১৯ রানের ব্যবধানে পরপর চার উইকেট হারিয়ে ১৫৭ রানে ছয় উইকেটে থামে বাংলাদেশ।
এমন কঠিন পরিস্থিতিতে নাটকীয় মোড় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র ৭ বলে ১৭ রানের তড়িৎ ইনিংস খেলে শেষ ওভারে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ, সিরিজও চলে আসে সমতায়।
শেষ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন ব্যাটার শামীম পাটোয়ারি, যিনি প্রথম দুই ম্যাচে ছিলেন না। দুই দলের টি–টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ—১০ ম্যাচের ছয়টিতে জয় লিটনদের, আয়ারল্যান্ড জিতেছে তিনটি, একটি ম্যাচ ছিল পরিত্যক্ত।
আজকের ম্যাচই তাই নির্ধারণ করবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে হাসিমুখ দেখবে বাংলাদেশ, নাকি আয়ারল্যান্ড পাবে বাংলাদেশের বিপক্ষে যেকোনো ফরম্যাটে তাদের প্রথম সিরিজ জয়ের স্বাদ। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি দেখাবে টি–স্পোর্টস।









Discussion about this post