ভারতের সঙ্গে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক বাংলাদেশের। এরপর প্রতিটি টেস্ট খেলুড়ে দেশেই পুর্নাঙ্গ সিরিজ খেলতে গেছে জাতীয় দল। কিন্তু ভারত সফর এখনো অধরা হয়েই আছে। নানা টালবাহানায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার সেই সুযোগ মিলছে।
সিঙ্গাপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা শেষে দেশে ফিরে রোববার রাতে তেমন কথাই বললেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি জানালেন, ২০১৬ সালে প্রথমবারের মতো ভারতে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।
পাপন বললেন, ’এই বছর ও আগামী বছর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ২০১৬ সালের আগস্টে ভারত সফরে যাবে আমাদের দল। এরপর ২০২০ সালে আবার বাংলাদেশে আসবে ওরা। এনিয়ে দুই বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।’
এদিকে বিসিবি সভাপতি জানালেন, ২০১৫ ও ২০২১ সালে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল।
এইতো সিঙ্গাপুরে আইসিসিতে যে ‘বিতর্কিত’ সংস্কার প্রস্তাব তুলেছিল ‘তিন জমিদার’ সেটাই পাশ হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দখলে নেওয়ার পরিকল্পনা করছিল ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। তাদের পরিকল্পনাই এবার বাস্তবায়ন হবে।
সিঙ্গাপুরে শনিবার আইসিসির সভায় ১০ স্থায়ী দেশের মধ্যে বাংলাদেশসহ আটটি দেশ (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা) প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
এই চুক্তির পর বাংলাদেশের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে পাপন। তার দাবী
টেস্ট খেলার সুযোগ বেড়েছে বাংলাদেশের।
Discussion about this post