মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট বহুবারই নেতিবাচক কারণে এসেছে আলোচনার কেন্দ্রে। বিশেষত গত অক্টোবরের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে মিরপুরের অতিরিক্ত ঘূর্ণি উইকেটের সমালোচনা এখনও টাটকা। বিপিএলের সময় কিছুটা ভালো উইকেট দেখা গেলেও বছরের বেশির ভাগ সময়ই ব্যাটারদের রানের জন্য সংগ্রাম করতে হয় সেখানে।
এমন প্রেক্ষাপটে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দৃঢ়ভাবে জানিয়ে দিলেন, তার দল স্পিনিং বা অত্যধিক স্পোর্টিং উইকেট কোনোটাই চায় না; তারা চায় সুষম, প্রতিযোগিতামূলক উইকেট-যেমনটা সিলেটে পেয়েছে।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানে, ম্যাচ শেষ হয়েছে চার দিনেই। সিলেটের উইকেট নিয়ে প্রশংসা করে শান্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মিরপুরের দিকে, সেখানে প্রায়ই এমন উইকেট দেখা যায় না বলে তার মন্তব্যে বোঝা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা স্পিনিং উইকেট চাই না, স্পোর্টিং উইকেটও না। এখানে চার দিনেই উইকেট দারুণ দেখিয়েছে।’
ব্যাটিংয়ে বাংলাদেশকে এক ইনিংসেই কাজ শেষ করতে হয়। ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করেন শান্ত। দীর্ঘদিন ওপেনিং নিয়ে সংগ্রামে থাকা দলের জন্য সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ২৪৮ বলে ১৬৮ রানের জুটি এনে দেয় স্বস্তি ও আত্মবিশ্বাস। ১৯৭ দিন পর টেস্টে শতরানের ওপেনিং জুটি দেখা যায় টাইগারদের ব্যাটিং সারিতে। শান্তও প্রশংসায় ভাসান তার দুই ওপেনারকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘উদ্বোধনী জুটি দারুণ হয়েছে। আশা করি এটা চলবে।’ সংবাদ সম্মেলনেও তিনি ব্যাটারদের পরিকল্পনা বাস্তবায়নের প্রশংসা করেন, উল্লেখ করেন জয়, মুমিনুল ও সাদমানের বড় ইনিংসের অবদান।
এই টেস্টে বাংলাদেশের নতুন পাওয়া তারকা হাসান মুরাদের অভিষেক ছিল উল্লেখযোগ্য। এশিয়ান গেমসের দুটি টি-টোয়েন্টির পর টেস্টে প্রথমবার খেলতে নেমে তিনি নিয়েছেন ৬ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট। শান্ত মনে করেন, মুরাদ আরও সুযোগ পাওয়ার যোগ্য, কারণ প্রথম শ্রেণির ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স নজরকাড়া, ‘মুরাদ যথেষ্ট সুযোগ পায়নি, অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। সে কতটা দারুণ বোলার, তার পারফরম্যান্সে সেটা স্পষ্ট।’
এই ম্যাচে আয়ারল্যান্ডের জর্ডান নিল ও ক্যাড কারমাইকেল এবং বাংলাদেশের মুরাদ,তিনজনেরই হয়েছিল টেস্ট অভিষেক। অন্যদিকে অভিজ্ঞতার ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম, যিনি মিরপুরে ১৯ নভেম্বর শুরু সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন তার ক্যারিয়ারের ১০০তম ম্যাচ।










Discussion about this post