বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। এক সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একের পর এক শিরোপা জেতানোকে যেন অভ্যাসে পরিণত করেছিলেন তিনি। তবে এবার আর ব্যাট হাতে নয়, নতুন ভূমিকায় দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। বিপিএলের আসন্ন আসরে ইমরুল নামছেন কোচ হিসেবে।
৫ দলের এবারের বিপিএলে ইমরুল কায়েস থাকবেন নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স দলে, ব্যাটিং কোচের দায়িত্বে। জাতীয় দলের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। খেলার চেয়ে এখন কোচিংকেই বেছে নিচ্ছেন তিনি। আর সেই কোচিং যাত্রার হাতেখড়ি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের মাধ্যমে।
শুধু ইমরুলই নন, কোচিং প্যানেল গঠনে বেশ মনোযোগীভাবে কাজ করছে সিলেট টাইটান্স। ব্যাটিং কোচ হিসেবে ইমরুলের পাশাপাশি পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলকে। ৪১ বছর বয়সী রাসেল বাংলাদেশের হয়ে খেলেছেন ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি। কোচিংয়ে আগেই নাম লিখিয়েছিলেন তিনি, আর এবার বিপিএলকে সামনে রেখে আগেভাগেই তার সঙ্গে চুক্তি করেছে সিলেট। এর আগে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজিতেও একই দায়িত্ব পালন করেছেন এই সাবেক পেসার।
দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম, আর ফিল্ডিং কোচের দায়িত্বে থাকছেন কিমস্লে রব। সিলেটের কোচিং প্যানেল তাই একেবারেই নতুন।
খেলোয়াড় তালিকায়ও সিলেট টাইটান্স এগিয়েছে দ্রুত। ইতোমধ্যে তারা দুই জাতীয় ক্রিকেটার-মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে টেনে নিয়েছে। এর মধ্যে অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের দায়িত্ব।
এদিকে, গেল বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা। পাঁচ দলের এবারের বিপিএলে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহীর মালিকানা, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট টাইটান্সের অধিকার, আর চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা।
বিপিএলের ২০২৫ আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর, অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স।










Discussion about this post