এইতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই সহ-অধিনায়ক করা হয়েছিল তাকে। হাসিমুখে মুশফিকুর রহীমের ডেপুটি হয়েছিলেন তিনি। চট্রগ্রাম টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় মুশফিককে বিশ্রাম দেওয়া হয় টি-টুয়েন্টিতে। ধারনা করা হচ্ছিল লঙ্কানদের বিপক্ষে সেই দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
কিন্তু শনিবার রাতে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সিরিজে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
এই ঘোষণার পরই তামিম বিসিবিকে এক চিঠিতে জানিয়ে দেন, তিনি সহ-অধিনায়কের পদ ছেড়ে দিতে চান। চিঠিতে এই তারকা ব্যাটসম্যান লিখেন, ‘আসলে ক্রিকেটের প্রতি আরো বেশি মনোযোগ দিতেই এই দ্বায়িত্ব ছেড়ে দিচ্ছি আমি।এখানে অন্য কারন নেই। দেখুন সামনের তিন মাস ব্যস্ত ক্রিকেটসুচী। সময়টা আমার জন্য বেশ গুরুত্বপুর্ন।’
কিন্তু অনেকেই বলছেন টি-টুয়েন্টিতে অধিনায়ক না করায় অভিমান করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কেননা, ধারাবাহিকতা রক্ষা করলে মুশফিকের অবর্তমানে তারই তো অধিনায়ক হওয়ার কথা।
Discussion about this post