শুধু শ্রীলঙ্কারই নয়, ক্রিকেট ইতিহাসের সেরা প্রতিভাদের একজন তিনি। বয়স ৩৬ পেরিয়েছেন গত বছরেরর ২৭ অক্টোবর। কিন্তু ছন্দ একটুও কমেনি তার। বাংলাদেশ সফরেও সেই একই দাপট, একই নান্দনিক ব্যাটিং। বিশেষ করে চট্রগ্রাম টেস্টটা যেন কুমার সাঙ্গাকারারই। এক ইনিংসে ট্রিপল সেঞ্চুরি আরেক ইনিংসেও শতরান। আর তাতেই এই শ্রীলঙ্কান ছুঁয়ে ফেললেন গ্রাহাম গুচের অনন্য এক রেকর্ড!
এক টেস্টে ট্রিপল ও সেঞ্চুরির রেকর্ডটা এতোদিন গুচের দখলে ছিল। এবার তাতে ভাগ বসালেন সাঙ্গাকারা।
১৯৯০ সালে লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ডের সাবেক ওই ক্রিকেটার। ১৪ বছর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনলেন সাঙ্গাকারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তার ব্যাটে এল ৩১৯। এরপর ১০৫!
এটি লঙ্কান এই তারকার ৩৫তম টেস্ট শতরান। তাতেই তিনি টপকে গেলেন সুনীল গাভাস্কার এবং ব্রায়ান লারাকে। দুজনেরই সেঞ্চুরি সংখ্যা ৩৪।
এ অবস্থায় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করাদের তালিকায় ৫ম স্থানে আছেন সাঙ্গাকারা। তারওপরে রয়েছেন- শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) এবং রাহুল দ্রাবিড় (৩৬)।
চট্রগ্রামে পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ১১ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন তিনি। আবার ডাবল সেঞ্চুরিতেও লারাকে স্পর্শ করলেন সাঙ্গাকারা। দু’জনেরই ডাবল সেঞ্চুরি ৯টি। সর্বোচ্চ ১২টি নিয়ে শীর্ষে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান।
কে জানে এবার স্যার ডনকে টপকে যাওয়ার লক্ষ্যটাই হয়তো স্থির করবেন কুমার সাঙ্গাকারা।
http://youtu.be/5KN0dYj2oC0
http://youtu.be/_WN0qnmgBEA
Discussion about this post