অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে আসরটি।
স্বাগতিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই জায়গা পেয়ে গিয়েছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা সাত দলের মধ্যে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনটি দল-নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড-পেয়েছে সরাসরি সুযোগ।
বাকি আটটি স্থান নির্ধারণ হয়েছে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে। আফ্রিকা অঞ্চল থেকে উঠে এসেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে, ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি, আর আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কানাডা। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের সঙ্গে শেষ মুহূর্তে বিশ্বকাপে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এবারের বিশ্বকাপে তাই অংশ নিচ্ছে বিশ্বের নানা প্রান্তের ২০টি দল-স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া, জিম্বাবুয়ে, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।
প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ক্রিকেটের বৈচিত্র্য ও প্রতিদ্বন্দ্বিতার নতুন এক দিগন্ত। শক্তিশালী দলগুলোর পাশাপাশি এবার সুযোগ পেয়েছে এমন অনেক দেশ, যারা বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন ইতিহাস লিখতে মুখিয়ে আছে।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল
স্বাগতিক: ভারত ও শ্রীলঙ্কা।
২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।
Discussion about this post