ভারতের বিশাখাপত্নমে নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ নারী দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ফলাফল- অজিদের ১০ উইকেটের বিশাল জয়, আর বাংলাদেশের টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ঘণ্টা!
টসে জিতে আজ ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী সূচনা চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার ফারজানা হক মাত্র ৮ রান করে ফেরেন, আর রুবিয়া হায়দার ঝিলিক কিছুটা প্রতিরোধ গড়েও ৪৪ রানের বেশি যেতে পারেননি।
মাঝে শারমিন আক্তার ২১ রান করলেও ব্যাটিং লাইনআপে আর কেউ স্থায়ী হতে পারেননি। একমাত্র উজ্জ্বল দিক সোবহানা মোস্তারি- ৮০ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে টেনে তোলেন ৯ উইকেটে ১৯৮ রানে। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলেও প্রতিপক্ষের জন্য তা ছিল একেবারে সহজ লক্ষ্য।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড যেন একাই শেষ করে দিলেন ম্যাচ। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪.৫ ওভারে জয় নিশ্চিত করেন তারা। অধিনায়ক হিলি হাঁকান ৭৭ বলে অপরাজিত ১১৩ রান, আর লিচফিল্ড অপরাজিত ৮৪ (৭২ বলে)। দুই ওপেনার মিলে দলকে সেমিফাইনালে তুলে দেন অনায়াসে।
এই জয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা চার হার বাংলাদেশের সেমিফাইনালের আশা একেবারেই শেষ করে দিয়েছে।
অজি বোলারদের সামনে বাংলাদেশ ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যাকফুটে। অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম নিয়েছেন দুটি করে উইকেট। ম্যাগান স্কট নিয়েছেন একটি। বাংলাদেশের ৯ ব্যাটারই দুই অঙ্কে যেতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করলেও পরের চার ম্যাচে হারের বৃত্তে আটকে গেছে নিগার সুলতানাদের দল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা মেলেনি। এখন বাকি ম্যাচগুলো শুধু সম্মান রক্ষার লড়াই।
Discussion about this post