বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে যখন উত্তাপ বাড়ছিল, ঠিক তখনই হঠাৎ নাটকীয় এক সিদ্ধান্তে সরে দাঁড়ালেন লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। শুক্রবার মধ্যরাতে তার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে বুধবার দুপুরে। তাই লুৎফর রহমান বাদলের নাম ভোটের তালিকায় থাকলেও তিনি আর কার্যত প্রতিদ্বন্দ্বিতায় নেই।
বিবৃতিতে লুৎফর রহমান বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’
লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান আরও যোগ করেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’
লুৎফর রহমান বাদলের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচনের ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি–২) পদে প্রতিদ্বন্দ্বিতা আরও সীমিত হয়ে গেল। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালকের পদের জন্য এখন লড়াইয়ে আছেন মাত্র ১৫ জন প্রার্থী। আরও নির্বাচনের সত্যিকারের আমেজ কমে গেল। এই ক্যাটেগরিতে থেকে ১২টি পরিচালক পদে লড়াইয়ে থাকলেন এখন মাত্র ১৫ জন প্রার্থী।
এর আগে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, নির্বাচনে সরকারের প্রভাব স্পষ্টভাবে কাজ করছে।
৬ অক্টোবর বিসিবি নির্বাচন। নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক এই সরে দাঁড়ানোর ধারাবাহিকতা ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে। একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচনটি অনেকটা একপাক্ষিক হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা-
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
মো. তওহীদ তারিক খান (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি–২ (ক্লাব):
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), রফিকুল ইসলাম (ইন্দিরা ক্রীড়া চক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), সৈয়দ বোরহান হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিওম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ (প্রগতি সেবা সংঘ), আসিফ রাব্বানী (শাইনপুকুর), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সূর্যতরুণ), এ এইচ এম সাইদুল ইসলাম (গোপীবাগ ফ্রেন্ডস), ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ), আর এম নাজমুস সাকিব (প্যারাডাইস স্পোর্টিং ক্লাব)।
ক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান):
সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
Discussion about this post