অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। ১২ বছর পর ভারতে বসছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে থাকছে চমক। মাত্র ১০০ রুপিতে টিকিট-নারী ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় চমক দিল আইসিসি।
৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। সেই অনুষ্ঠানে গাইবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং “ব্রিং ইট হোম”–এর কণ্ঠশিল্পীও তিনি।
মেয়েদের ক্রিকেটে দর্শক বাড়াতে এবার বড় পদক্ষেপ নিয়েছে আইসিসি। বিশ্বকাপের টিকিটের দাম নামিয়ে আনা হয়েছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে—শুরু মাত্র ১০০ রুপি থেকে। ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি। সংস্থার আশা, এবার প্রতিটি আসন দর্শকে পূর্ণ থাকবে।
ভারতের চারটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচ-গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বাই। তবে নিরাপত্তার কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
নারী ক্রিকেটে দর্শক আগ্রহ বাড়লেও এখনও অনেক দূর যেতে হবে। তাই টিকিটের দাম কমানো ও পুরস্কার মূল্য দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আশা করা হচ্ছে, এই বিশ্বকাপ নারী ক্রিকেটকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট আটটি দল। আয়োজক দেশ ভারত ছাড়াও খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। প্রতিটি দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবে এই মেগা আসরে। সেই তালিকায় আছে বাংলাদেশও!
Discussion about this post