বাংলাদেশ সফরকে সামনে রেখে নিজেদের টি-টোয়েন্টি দল নতুনভাবে সাজিয়েছে নেদারল্যান্ডস। ইনজুরির ধাক্কায় ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে অনুপস্থিত অলরাউন্ডার সাকিব জুলফিকারের জায়গায় ফিরেছেন তার ভাই সিকান্দার জুলফিকার।
২০১৯ সালের পর জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট-বল দুদিকেই অবদান রাখার সামর্থ্য তার আছে। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে স্পেনের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে তিনি আবারও আলোচনায় আসেন, ২১ বলে ৯২ রান।
একই সঙ্গে দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার সেবাস্টিয়ান ব্রাট, যিনি সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে। নতুন চমক হিসেবে ডাক পেয়েছেন কিশোর অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাঙ্গে। বাঁহাতি এই ব্যাটার লেগ স্পিন করতে পারেন। অনূর্ধ্ব-১৯ ইউরোপ কোয়ালিফায়ারে রান ও উইকেট দুটিতেই ছিলেন সেরা পারফরমার। মাত্র ১৭ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন দলের ভবিষ্যৎ ভরসা।
বাংলাদেশের সঙ্গে এতদিন পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ খেললেও এবারই প্রথম সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। ডাচ দল আগামীকাল সকালে ঢাকায় পৌঁছে সেখান থেকে সিলেটে যাবে এবং ম্যাচ শুরুর আগে দুই দিন প্রস্তুতি নেবে।
Discussion about this post