বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সামনে পাচ্ছে নতুন রূপ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কার্যনির্বাহী কমিটির কাঠামোতে এসেছে বড়সড় পরিবর্তন। এবার থেকে আর রাখা হচ্ছে না সাধারণ সম্পাদক পদ। নতুন নেতৃত্বে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও আটজন কার্যনির্বাহী সদস্য।
আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি নির্বাচনের আয়োজনের দায়িত্বে আছে। আলোচনায় শুরুতে তামিম ইকবালের নাম উঠলেও, তিনি বিসিবি নির্বাচনে অংশ নিতে চাওয়ায় কোয়াবের সভাপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।
সভাপতি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। সহ-সভাপতি পদে নাম এসেছে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের।
এদিকে সদস্যপদ ব্যবস্থায়ও যুক্ত হয়েছে নতুন ধারা। আজীবন সদস্যপদে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য ফি ৫০ হাজার টাকা, আর জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের জন্য ১ লাখ টাকা। এই ক্যাটাগরির সদস্যরা বার্ষিক ফি ছাড়াই পূর্ণ ভোটাধিকার পাবেন।
স্থায়ী সদস্যপদে জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটাররা ৫ হাজার টাকায় সদস্য হতে পারবেন। তবে দিতে হবে বার্ষিক ফি।
সহযোগী সদস্যপদে ২ হাজার টাকায় সদস্য হতে পারবেন, তবে তাদের দিতে হবে প্রতিবছর ১ হাজার ২০০ টাকা। এ ক্যাটাগরির সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
Discussion about this post