বিকেএসপির উইকেট নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই একই মাঠে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও উঠছে প্রশ্ন। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে তিন দলীয় সিরিজে অংশ নিয়ে প্রস্তুতি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে সমালোচনা বাড়ছে।
গতকাল ‘লাল’ দল ব্যাট হাতে নামতেই ভেঙে পড়ে। পুরো ইনিংসে তারা তুলতে পারে মাত্র ৪৯ রান। ম্যাচ জিততে অনূর্ধ্ব-১৫ দলের লেগেছে মাত্র ৭১ বল। এর আগেও ২০ আগস্ট একই প্রতিপক্ষের কাছে ব্যাটিং ভেঙে পড়েছিল মেয়েদের-১৮২ রানের লক্ষ্য নিয়ে নেমে তারা গুটিয়ে গিয়েছিল শতকের আগেই। বিশ্বকাপের আগে এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রস্তুতির মান নিয়ে।
এমন সময়ে সাবেক অধিনায়ক রুমানা আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দলকে উৎসাহ দিয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে নতুন মুখ দেখে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচক প্যানেলকেও অভিনন্দন, বিশ্বকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।’
তিনি আরও যোগ করেন, ‘সাধারণত বিশ্বকাপে খেলে অভিজ্ঞ ক্রিকেটাররা। শিক্ষা নেওয়ার সুযোগ মেলে কমই। তবে আশা করি, এই বিশ্বকাপ থেকে নতুনরা অনেক কিছু শিখে নিতে পারবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড। নিগার সুলতানা জ্যোতি থাকছেন অধিনায়ক হিসেবে। দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার-যারা তুলনামূলকভাবে কম অভিজ্ঞ।
Discussion about this post